সালাম না দেয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে শিক্ষকের মারধর
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বমু বিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে অমানবিক ভাবে মারধর করেছে শহীদুল ইসলাম নামে এক শিক্ষক। মঙ্গলবার (৩০ আগস্ট) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই ঘটনা ঘটে।
আহত স্কুল ছাত্রীকে নিয়ে তার মা হাজেরা বেগম বিচার প্রার্থী হয়ে মঙ্গলবার বিকেলে বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ আসলে বিষয়টি জানাজানি হয়। এসময় মেয়েটি জানায়, ক্লাসে শিক্ষক শহীদুল ইসলাম আসলে সবাই সালাম দেয়। আমি সালাম দিতে দেরী হওয়ায় তিনি আমাকে বেধড়ক মারধর করেন।
শিক্ষার্থীর মা হাজেরা বেগম বলেন, শিক্ষক শাসন করবে স্বাভাবিক। কিন্তু গরুর মত মারধর করার বিষয়টি নিয়ে আমরা মর্মাহত। এই শিক্ষক শহীদুল ইসলাম আরো অনেক শিক্ষার্থীদের মারধর করেছে।
বমু বিলছড়ি ইউপি চেয়ারম্যান মনজুরুল কাদের বলেন, আহত ছাত্রীকে নিয়ে তার মা আমার কাছে আসে। আমি তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়টি প্রধান শিক্ষকের অনিয়মের কারণে বিদ্যালয়টি ধ্বংসের পথে। গত দুইবছর বিদ্যালয়টিতে দলীয় সমাবেশ ও জাতীয় দিবস পালিত হয়না।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, বিষয়টি আমি জেনেছি। দ্রুত ব্যবস্থা নিচ্ছি।