রাজস্থলীতে পলাতক আসামীকে আটক করলো পুলিশ
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া হতে এজাহারভূক্ত এক আসামীকে আটক করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ। গত সোমবার (২৯ আগষ্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী এর নেতৃত্বে এস আই (নিঃ) জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া ৫ নং ওয়ার্ডের ছাবের আলম (৫২) নামে এক পলাতক আসামী কে আটক করে। ছাবের আলম (৫২) ঐ এলাকার মৃত আবদুর মতলব এর ছেলে।
পুলিশ জানান, পলাতক আসামী ছাবের কে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।