মাটিরাঙ্গায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের ৭৯৫ তম শাখার উদ্বোধন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলার আলম মার্কেটের ২য় তলায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার কার্যালয় উদ্বোধন করা হয়।
খাগড়াছড়িতে ৬টি এবং পার্বত্য জেলাসমূহে ৮টি ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এজেন্ট মোঃ শাহাদাত রহমত আলী সভাপতি হিসেবে বক্তব্য দেন। এছাড়াও প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফেনী রিজিওনের রেজিওনাল ম্যানেজার কফিল উদ্দিন।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী রাশেদুল ইসলাম, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। একই সময়ে ব্যাংকটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মোঃ শাহাদাত রহমত আলী বলেন, ব্যাংকিং জগতে নতুন নতুন সুযোগ, সুবিধা নিয়ে সারাদেশে আমাদের ৭৯৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা আছে। আমরা চেষ্টা করছি গ্রাহক বান্ধব হয়ে তৃণমূল ব্যাংকিং জগতে অবদান রাখতে।
প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফেনী রিজিওনের রেজিওনাল ম্যানেজার জনাব কফিল উদ্দিন, সেবার মান বাড়িয়ে গ্রাহকের মন জয়ের প্রতিযোগিতায় শামিল হতে পারলেই ব্যাংক গ্রাহক বান্ধব হবে। আমরা গ্রাহকদের শতভাগ সেবা দিতে চাই। পরে ফিতা কেটে ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন করেন অতিথীরা।
এখানে যে সুবিধাগুলো গ্রাহক পাবে:সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা,মাসিক সঞ্চয় (ডিপিএস) ও মেয়াদি সঞ্চয় (এফডিআর) খোলা, নগদ জমা ও উত্তলন , EFT ও BEFTN এর মাধ্যমে অর্থ স্থানান্তর। বৈদেশিক রেমিট্যান্স এর অর্থ প্রদান। দ্রুত সময়ের মধ্যে গোপন পিনে বৈদেশিক রেমিট্যান্স এর অর্থ প্রদান। ইউটিলিটি বিল গ্রহন সরকারি ভাতা,ব্যাবসায়ী (SME) ঋণ প্রদান ক্ষুদ্র, মাঝারি ভোক্তা ঋণ প্রদান ,ঋণের কিস্তি গ্রহণ সরকারি সঞ্চয় পত্র ,ডেবিট কার্ড ও চেকবই প্রসেসিং ডিসটিবিউটর বিল প্রদানসহ সকল ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা।