রামগড় তথ্য অফিসের উদ্যোগে মানিকছড়িতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল হোসেন ॥
রামগড় তথ্য অফিসের আয়োজনে মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড এবং সাফল্য অর্জন বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন’র সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। অনুষ্ঠানে যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, ইউপি সচিব অপু দে, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কে আজাদ, ইউপি সদস্য আবদুল মতিন, ইউপি সদস্য শাহিনা আক্তারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ, গুজব ও সাম্প্রদায়িকতা বিরোধী সচেতনতা, বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। সমাবেশে প্রায় দুই শতাধিক মহিলা অংশগ্রহন করে।
বঙ্গবন্ধুর জীবনী, বাল্যবিবাহ ও সাম্প্রদায়িকতা বিরোধী সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে নবারুণ ও সচিত্র বাংলাদেশ পুস্তিকা বিতরণ করা হয়েছে।