রাঙ্গামাটির লংগদু উপজেলায় ১৪৪ ধারা জারি
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
লংগদু উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপি একইস্থানে, একইসময়ে কর্মসূচী ঘোষণা করায় ১৪৪ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৯ আগষ্ট) উপজেলার মাইনিমুখে আলাদা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দল দুটির নেতাকর্মীরা। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ২৮ আগষ্ট রবিবার রাতে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান এক আদেশে ১৪৪ ধারা জারি করেন।
আদেশে বলা হয়েছে, আগামী ২৯ আগস্ট লংগদু উপজেলা সদর ও মাইনিমুখ এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশর প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে একই স্থানে, একই তারিখে ও একই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ লংগদু উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করবেন বলে সংবাদ পাওয়া গেছে।
সেখানে আরো বলা হয়, একই স্থানে, একই তারিখে ও একই সময়ে বাংলাদেশের দুইটি বৃহত্তর রাজনৈতিক দলের ডাকা কর্মসূচির কারণে জনজীবনের অসুবিধা ও উপজেলার স্বাভাবিক শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা ও আশংকা রয়েছে। যেহেতু জনস্বার্থে অত্র লংগদু উপজেলায় শাস্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ রাখা অপরিহার্য এবং সেহেতু আগামী ২৯ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত লংগদু সদর ও মাইনীমুখের আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল মিটিং, লোক সমাগম এবং চার বা তার বেশি ব্যক্তির এক সঙ্গে চলাচল ও আইনশৃঙ্খলা পরপিন্থী সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। সেই সঙ্গে উক্ত এলাকায় ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হলো।
ইউএনও জানান, এ আদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জরুরি সেবা, স্বাভাবিক কাজে নিয়োজিত এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে জড়িত ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না।