[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিতরাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়িরাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ১৪৪ ধারা জারি

৪৮

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

লংগদু উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপি একইস্থানে, একইসময়ে কর্মসূচী ঘোষণা করায় ১৪৪ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৯ আগষ্ট) উপজেলার মাইনিমুখে আলাদা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দল দুটির নেতাকর্মীরা। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ২৮ আগষ্ট রবিবার রাতে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান এক আদেশে ১৪৪ ধারা জারি করেন।

আদেশে বলা হয়েছে, আগামী ২৯ আগস্ট লংগদু উপজেলা সদর ও মাইনিমুখ এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশর প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে একই স্থানে, একই তারিখে ও একই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ লংগদু উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করবেন বলে সংবাদ পাওয়া গেছে।

সেখানে আরো বলা হয়, একই স্থানে, একই তারিখে ও একই সময়ে বাংলাদেশের দুইটি বৃহত্তর রাজনৈতিক দলের ডাকা কর্মসূচির কারণে জনজীবনের অসুবিধা ও উপজেলার স্বাভাবিক শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা ও আশংকা রয়েছে। যেহেতু জনস্বার্থে অত্র লংগদু উপজেলায় শাস্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ রাখা অপরিহার্য এবং সেহেতু আগামী ২৯ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত লংগদু সদর ও মাইনীমুখের আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল মিটিং, লোক সমাগম এবং চার বা তার বেশি ব্যক্তির এক সঙ্গে চলাচল ও আইনশৃঙ্খলা পরপিন্থী সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। সেই সঙ্গে উক্ত এলাকায় ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হলো।

ইউএনও জানান, এ আদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জরুরি সেবা, স্বাভাবিক কাজে নিয়োজিত এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে জড়িত ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না।