বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর কাপ্তাই জোন কর্তৃক ফ্রী মেডিকেল ক্যাম্পইন ও ঔষধ বিতরণ
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
অটল (৫৬ই বেঙ্গল) কাপ্তাই জোন এর তত্বাবধানে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সাধারণ গরীব ও অসহায় পাহাড়ী বাঙালী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯আগষ্ট) বিকাল ৩টায় ক্যাম্পইনের মাধ্যমে এলাকায় বসবাসকারী ২২০জন দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালী জনগোষ্ঠীর মাঝে কাপ্তাই জোন এর পক্ষ হতে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
কাপ্তাই জোনের জোন উপ অধিনায়ক উপস্থিত থেকে এই বিতরন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবজোন কমান্ডার বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প। উক্ত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন অটল ৫৬এর রেজিমেন্টাল মেডিকেল অফিসার।
এসময় জোন উপ অধিনায়ক বলেন, পার্বত্য চট্রগ্রামে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে, শান্তি ও দূর্যোগকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাশে থেকে যে কোন সহায়তায় দূঢ় প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতায় এই মেডিকেল ক্যাম্পেইন। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী কে সহযোগিতা করার অনুরোধ জানান।