[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোয়াংছড়ি হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণভালোবাসার টানে রুরাম ম্রো বিয়ে করলো লামার টনি ত্রিপুরাকেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে চোলাই মদ উদ্ধারখাগড়াছড়িতে পানছড়িতে বিরল তক্ষক সহ ৪ জন আটককাপ্তাই বিএসপিআই এ বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনলংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানরাঙ্গামাটির বসন্ত সমবায় বৌদ্ধ বিহারে দানোত্তোম কঠিন চীবর দান অনুষ্ঠিতস্বামী কর্তৃক নির্যাতিত অন্তঃসত্ত্বা গৃহবধুর পাশে ছাত্রদলশরতের সকালে কুয়াশা পাহাড়ে যেন শীতের আগমনী বার্তাঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে রূপসী কাপ্তাই এর উদ্যোগ সত্যি প্রশংসনীয়
[/vc_column_text][/vc_column][/vc_row]

ছেলে হত্যার দায়ে পিতাসহ পরিবারের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

৭৭

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের বসত ভিটার জমি বিরোধের ছেলে হত্যার দায়ে পিতাসহ পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। সোমবার (২৯আগস্ট) দুপুরে বান্দরবান বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা দেন।

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন। তারা হলেন, আরিফ উল্লাহ (৩৫), আছমা ছিদ্দিকা (২৮), মোজাফ্ফর আহাম্মদ (৬৫)। নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মন্ডল্যা ঘোনা এলাকার বাসিন্দা।

আদালত দেওয়া তথ্য মতে, ২০১৬ সালে ৯ ডিসেম্বর সকালের বসত ভিটা নিয়ে পূর্ব বিরোধের জেরে দা, হাতুড়ি, লোহার রড ও গাছের লাঠি নিয়ে শাহ আলম নামে ভিকটিমকে কোপ দেয়। ১৮ ডিসেম্বর সকালে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যু হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর নিহত স্ত্রী আরফাতুন্নেছা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করেন। ২০১৭ সালের ৮ নভেম্বর এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালত রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ ইকবাল করিম জানান, আসামিরা বসত ভিটা নিয়ে পূর্ব বিরোধের জেরে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়। আদালতের বিচারক আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড রায় দিয়েছেন।