খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ পরিদর্শন
আগামী মাসের প্রথম দিকে রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চালু করা হবে: নৌ পরিবহন সচিব মোঃ মোস্তফা কামাল
॥ মোঃ ইসমাইল হোসেন, নিজস্ব প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন নৌ পরিবহন সচিব মোঃ মোস্তফা কামাল। সোমবার (২৯ আগস্ট) দুপুরে তিনি পরিদর্শনে আসেন।
এ সময় সচিব বলেন, আগামি মাসের প্রথম দিকে রামগড় স্থলবন্দর ইমিগ্রেশনের কার্যক্রম চালু করা হবে। প্রস্তুত আছে স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে উদ্বোধনের পর ইমিগ্রেশন কার্যক্রম পুরোপুরি চালু হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। ইমিগ্রেশন চালু হলে তখন দুই দেশের নাগরিকরা ভিসা সাপেক্ষে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য গুলোতে সহজে যাতায়াত করতে পারবেন বলেও জানান সচিব মোস্তফা কামাল।
পরিদর্শনকালে স্থলবন্দরের প্রকল্প পরিচালক মোঃ সারওয়ার আলম, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত উপস্থিত ছিলেন।
এর আগে ইমিগ্রেশন কার্যক্রমকে ঘিরে চলমান কর্মকাণ্ড ঘুরে দেখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল।