সাংবাদিক আর পুলিশ দায়িত্ববোধ এক কাতারে: পুলিশ সুপার তরিকুল
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
সাংবাদিক আর পুলিশের সামাজিক দিক দিয়ে দায়িত্ববোধ এক কাতারের বলে মন্তব্যে করেছেন বান্দরবানে নবাগত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিক ও পুলিশদের যে সম্পর্কটি রয়েছে সেটি আত্মার সম্পর্ক।
শনিবার (২৭ আগস্ট) সকালে বান্দরবান থানা সভা কক্ষে নবাগত পুলিশ সুপার ও সাংবাদিকদের মাঝে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিক এবং পুলিশ এমন একটি পেশা, যা সমাজের নৈতিকতার দ্বায়বদ্ধতা নিয়ে কাজ করে থাকে। যেহেতু তিন পার্বত্য জেলার মধ্যে সারাদেশে সম্প্রীতির বান্দরবান বলে আখ্যায়িত। এ সম্প্রতির বান্দরবানকে নামের সাথে অক্ষুন্ন রাখতে যে কোন সহযোগীতায় আশ্বাস দেন নবাগত পুলিশ সুপার।
সভায় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রফিকুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম।
এসময় নবগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বান্দরবান কর্মরত সাংবাদিকরা। পরে মতবিনিময় সভায় আগত সাংবাদিকরা বান্দরবানের সামগ্রীক বিষয় নিয়ে ব্যাক্তিগত মতামতও তুলে ধরেন। এতে পুলিশ সুপার বিষয়টি আমলের নেন এবং পরবর্তীতে আলোচনার মধ্য দিয়ে সমাধানের পরামর্শ দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল, অপরাধ দমনের নাজিম উদ্দিন, সরোয়ার রেজা, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াবৃন্দ উপস্থিত ছিলেন।