নানিয়ারচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে আওয়ামীলীগ সরকার কর্তৃক দ্রব্যমূল্যে ও জ্বালানি তৈলের দাম বৃদ্ধি, পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা সদরের চৌরাস্তার মোড়ে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি সহ-ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
এসময় রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, সহ-সাধারণ সম্পাদক এজাজা নবী রেজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, তাঁতীদল সভাপতি আনোয়ারুল আজিম, জাসাস সভাপতি আবুল হোসেন বালি, মহিলা দল সভাপতি নুর জাহান বেগম পারুল, নানিয়ারচর উপজেলা সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ ছাত্রদল, যুবদল, মৎসজীবি দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিট কমিটি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।