মাটিরাঙ্গায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নারী নিহত
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রুমা আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) সকালের দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত রুমা আক্তার মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরানবাজার এলাকার মোঃ রোশন আলীর মেয়ে। সে নোয়াখালী জেলার সেনবাগের মোঃ আব্দুল্লাহর স্ত্রী। সে দাদীর কুলখানী শেষে নোয়াখালীতে শশুরবাড়ি ফিরছিল।
স্থানীয় সুত্রে আরো জানা গেছে, নিহত ওই নারী মাহিন্দ্র যোগে মাটিরাঙ্গা আসার পথে বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় ঝুকিপুর্ন মোড়ে মাহিন্দ্র থেকে ছিটকে পড়ে যায়। এসময় মাটিরাঙ্গা থেকে তবলছড়িগামী পাথর বোঝাই দ্রুতগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৫৯) চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রুমা আক্তার।
ঘটনার সসত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘাতক ট্রাক ও মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে, তবে চালক পলাতক রয়েছে।