কাপ্তাই ইউনিয়নে মৎস্যজীবিদের মাঝে চাল বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে কাপ্তাই হ্রদে মৎস্য আহরন বন্ধকালীন সময়ে মৎস্যজীবীদের মাঝে বিশেষ ভিজিএফ (চাল) খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার( ২৫ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপস্থিত থেকে মৎস্যজীবির মাঝে চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ট্যাগ অফিসার নাজমুল হাসান, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় কাপ্তাই হ্রদের তালিকাভূক্ত ৬শত ৮৬ জন মৎস্যজীবির মাঝে প্রত্যেককে ২০ কেজি চাল বিতরণ করা হয়।