রাজস্থলীতে পুষ্টি পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির লীন প্রকল্পের উদ্যােগে পুষ্টি পরিকল্পনা প্রনয়ন বিষয়ক সভা আয়োজন কার হয়েছে। বুধবার(২৪আগস্ট) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ। এসময় পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা এর পরিচালনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিয়া উদ্দিন, মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিলি চাকমা,উপজেলা প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম উপজেলা কৃষি বিভাগের উপসহকারি কৃষি কর্মকর্তা কুশল তনচংগ্যা, প্রাণীসম্পদ বিভাগের উপ সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা চিরনজিৎ চাকমা, লীন প্রকল্পের উপজেলা কর্ডিনেটর এন্দ্রো চাকমা, মার্কেট এক্সেপ কমিউনিটি অফিসার তুলনা চাকমা প্রমুখ।
সভায় আগামী বছরে স্বাস্থ্যবিভাগের পুষ্টি সেবা কার্যক্রম জোরদার করা ও অন্যান্য সকল বিভাগের সম্মনয়ে পুষ্টি কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়। এবং পুষ্টি বিষয়ক পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন করার বিষয়ে সকলের উপস্থিতিতে বিভিন্ন সিন্ধান্ত আলোচনা করা হয়।