বান্দরবানে সরকারি দপ্তরের সেবার মান লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানের ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহযোগিতায় সরকারি দপ্তর সমূহের সেবার মান নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বান্দরবান ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহযোগিতায় এই গনশুনানি অনুষ্ঠিত হয়।
এসময় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি অং চ মং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।
এছাড়াও গনশুনানিতে অনলাইন জুমে সরাসরি ৩৫ জন অংশগ্রহন করেন।
এসময় সেবা গ্রহীতারা অনলাইন ও অফলাইনে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে সেবাগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, হয়রানি ও ভোগান্তির কথা তুলে ধরেন। পরে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার এর উপপরিচালক লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন, ডেপুটি সিভিল সার্জন ডা.এম এম নয়ন সালাউদ্দীন, ডিস্ট্রিক্ট পলিসি সাধারণ সম্পাদক লাল জার লম বমসহ অনুষ্ঠানে সরকারি দপ্তর ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের উর্ধতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।