রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১
॥ নিজস্ব প্রতিনিধি ॥
রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন যুবক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোকতার আহমেদ (১৯)। সে রাঙ্গামাটি কৃষি অফিসে কর্মরত জমির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে তবলছড়ি বাজার এলাকায় ওয়াইফাইয়ের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুটি থেকে পড়ে এ দুঘর্টনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মোকতারকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তক্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোকতার দুই সপ্তাহ আগে রাঙ্গা ওয়াইফাইয়ে লাইনম্যান হিসেবে যোগ দেয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আজ রাত ১০টায় স্বর্ণটিলা স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।