[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণআজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন, বাল্যবিবাহকে না বলার আহ্বানবিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন দীঘিনালায়মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবেদীঘিনালায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই’র চেক বিতরণকাপ্তাই দারুল উলুম নূরানী মাদরাসা ও এতিমখানায় চুরিশিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ৪মাস ব্যাপি কেয়ার গিভিং উদ্বোধন

৪১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটয়ে ৪মাস ব্যাপী কেয়ার গিভিং উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩আগস্ট) হতে কেয়ার গিভিং কার্যক্রম ক্লাশ শুরু হয়।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ILO(Skil-২১) প্রজেক্ট কতৃক আয়োজিত ২য়(ব্যাচ)র, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল পরিচালক ডা. প্রবীর খিয়াং। সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার (অতিরিক্ত দায়িত্ব)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খ্রিস্টিয়ান হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার বিলিয়ন এ সাংমা, খ্রিস্টিয়ান হাসপাতাল নাসিং ইনস্টিটিউট অধ্যক্ষ লালরাম মৌয়ি বিয়ান।

এসময় বক্তব্য রাখেন ILO কো-অডিনেটার কামরুল হাসান, প্রোগ্রাম ম্যানেজার ও নন টেক বিভাগীয় প্রধান মোহাম্মদ হাসান ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন। অতিথিবৃন্দ বলেন, প্রতিটি মানুষের জন্য অতিগুরুত্বপূণ হলো কেয়ার গিভিং। আগামিতে এ কেয়ার গিভিং এর মূল্য হবে অনেক বেশি। তাই মনোযোগ দিয়ে কেয়ার গিভিং কার্যক্রম করা সকলের দায়িত্ব কর্তব্য।