নানিয়ারচরে অটোরিক্সা ভাড়া পূননির্ধারণ
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
বাংলাদেশে জ্বালানি তেলের নজিরবিহীন দাম বৃদ্ধির ফলে রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্যোগে অটোরিক্সা চালকদের সাথে ভাড়া নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩আগস্ট) ১১টায় নিজ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ভাড়া নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, বুড়িঘাট ইউপি প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা, ঘিলাছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান বাসন্তি চাকমা, উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর মোঃ সরওয়ার কামাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজিজুল হক, সিএনজি চালক সমিতির সভাপতি মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক সুপ্রিয় চাকমা, মটর সাইকেল চালক সমিতির সভাপতি মোঃ খলিল ও নানিয়ারচর সদর ইউনিয়নের ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত প্রমূখ।
সভায় নানিয়ারচর উপজেলা সদর হতে অটোরিক্সার ভাড়া নির্ধারণ হয়। নানিয়ারচর হতে রাঙ্গামাটি জনপ্রতি ১৮০টাকা, নানিয়ারচর হতে মানিকছড়ি ১৫০টাকা, কুতুকছড়ি ১২০টাকা, ঘিলাছড়ি ৮৫টাকা, বুড়িঘাট ১৩৫টাকা, বগাছড়ি ৬০টাকা, বেতছড়ি ১০০টাকা, মহালছড়ি ১২০টাকা, ইসলামপুর ৩০টাকা, টিএন্ডটি বাজার ২০টাকা, বগাছড়ি হতে মহালছড়ি ৭০টাকা, বগাছড়ি হতে ঘিলাছড়ি ৩০টাকা, বগাছড়ি হতে রাঙ্গামাটি ১৩০টাকা, মানিকছড়ি ১০০টাকা ও ঘিলাছড়ি হতে বুড়িঘাট ৮০টাকা ভাড়া নির্ধারণ করা হয়।
এছাড়াও নানিয়ারচর উপজেলা সদর হতে মটর সাইকেল ভাড়া নির্ধারণ করা হয়েছে। নানিয়ারচর সদর হতে রাঙ্গামাটি মটর সাইকেল ভাড়া ৪৫০টাকা, নানিয়ারচর হতে মানিকছড়ি ৩৮০টাকা, কুতুকছড়ি ২৮০টাকা, ঘিলাছড়ি ১৮০টাকা, বুড়িঘাট ৩৪০টাকা, বগাছড়ি ১৩০টাকা, বেতছড়ি ২৪০টাকা, ইসলামপুর ৭০টাকা, পুলিশক্যাম্প ৯০টাকা, বগাছড়ি হতে মহালছড়ি ২৫০টাকা, বগাছড়ি হতে মানিকছড়ি ২৫০টাকা, ঘিলাছড়ি হতে মানিকছড়ি ২০০টাকা ও ঘিলাছড়ি হতে বুড়িঘাট ১৮০টাকা ভাড়া নির্ধারণ করা।