কাপ্তাইয়ে ৪শ’ লিটার চোলাই মদসহ নোহা গাড়ি আটক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে নোহা গাড়িকতৃক চোলাইমদ পাচারকালে ৪শ’ লিটার চোলাই মদ আটক করেছে পুলিশ।
সোমবার (২২ আগস্ট) রাত ১০ টায় কাপ্তাই রেশমবাগান পেট্রোল পাম্পের পাশ্ববর্তী ব্রীজের ওপর হতে পাচার কালে আটক করা হয়।
থানার উপ পরিদর্শক (এসআই) ওমরা খান নেতৃত্বে সঙ্গীয় এএসআই মোঃ লিটন মিয়া এবং পুলিশ ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। চট্রগ্রামের উদ্দেশ্যে পাচারকালে ৪০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ১টি পুরাতন নোহা গাড়ি আটক করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত অফিসার জসিম উদ্দিন(ওসি)জানান আমরা গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান করে এদের আটক করি।এবং মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।এসময় গাড়ি চালক পালিয়ে বলে যায়।