দীঘিনালায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় ধনী ও বৃত্তশালীদের বরাদ্দ বাতিল করে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে “বীর নিবাস” বরাদ্দের দাবীতে গত ১৩ জুলাই ২০২২ সংবাদ সম্মেলন করায় হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে দীঘিনালার বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ এরশাদ-কে অব্যাহতির দাবীতে মানববন্ধন ও খাগড়াছড়ি বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে সামনে দীঘিনালা অসচ্ছল বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গে আয়োজনে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর মুন্সী, বীর মুক্তিযোদ্ধা রমিজ খান, বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান ঈগলু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ এরশাদ এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ কামরুজ্জামান প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধা-পরিবারের অনুকূলে দীঘিনালা উপজেলার পাঁচ জনের নামে আবাসন বরাদ্দের প্রশাসনিক অনুমোদন দেয়া হয়। উক্ত পাঁচ জনের মধ্যে চার জন বীর মুক্তিযোদ্ধা ধনী ও বৃত্তশালী হওয়ায় এবং একটি বেসামরিক গেজেট দুই জন বীর মুক্তিযোদ্ধা ব্যবহার করায় ও লাল মুক্তিবার্তা না থাকা সত্বেও দুই জন বীর মুক্তিযোদ্ধা তা ব্যবহার করে স্পষ্ট প্রতারণার আশ্রয় নিয়ে বীর নিবাস নিজের নামে করে আনার কারণে গত ১২ জুন ২০২২ সুবিধাভোগী নির্বাচন বিষয়ক আপীল কমিটির সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট বরাবরে অত্র দীঘিনালা উপজেলার পাঁচ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা-পরিবারের সদস্য আপীল আবেদন করেন।
প্রায় ০১ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও আপীলের কোন ফিডব্যাক না পাওয়ায় এক প্রকার নিরুপায় হয়ে গত ১৩ জুলাই ২০২২ তারিখে দীঘিনালা উপজেলা শহীদ মিনার চত্ত্বরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদেরপরিবারেরসদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেয়ায় দীঘিনালা উপজেলার প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ভারতীয় তালিকাধারী এবং লাল মুক্তিবার্তাধারী ও দীঘিনালা উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার প্রয়াত আলী আকবর এর গর্বিত সন্তান মানবিক ব্যক্তিত্ব সম্পন্ন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ এরশাদ এর নামে ৪২৭-৪৯৯-৫০০-৫০৬ দন্ড বিধি, ধারায় ১৮৬০ সি,আর ষড়যন্ত্র ও হয়রানীমূলক মিথ্যা মামলা করা হয়।
উক্ত মামলা মোঃ এরশাদকে মামলা থেকে অবহতি প্রদান ও প্রকৃত অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে বীর নিবাস প্রদানের দাবী জানান। মানববন্ধন শেষে এরশাদের মামলা প্রত্যাহারের দাবীতে”বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মহোদয় বরাবরে স্মারকলিপি প্রদান।