২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে দীঘিনালায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগের শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসীদের গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
রবিবার (২১আগস্ট) সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা কম্প্রলেক্স এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। বিক্ষোভ মিছিলটি উপজেলার কলেজ গেইট এলাকায় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে এক বিক্ষোভ সবাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমার সঞ্চালনায় সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নিউটন মহাজন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এফএম আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। এসময় বিক্ষোভ ও সমাবেশে উপজেলা আওয়ামীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।