২১শে আগস্ট গ্রেনেড হামলায় প্রতিবাদে বান্দরবানে দিনব্যাপী নানা কর্মসূচী পালন
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
২১শে আগস্ট গ্রেনেড হামলায় প্রতিবাদে বান্দরবানে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছে আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের দলগুলো। রবিবার (২১আগস্ট) সকালের বান্দরবান আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পরে দলীয় নেতা-কর্মীরা শোক র্যালি হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে সমাবেত হয়। পরে নিহত আইভি রহমান সহ শহীদদের স্বরনে নির্মিত শহীদ বেদিতে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্য মন্ত্রী ।
এছাড়াও শহীদদের স্বরনে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগ,কৃষক লীগ সহ অঙ্গসংগঠন।
দুপুরে দলীয় কার্যালয়ে সামনে ২১শে আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্বার মাগফিরাত কামনায় দোয়া,মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে পৌর আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে জেলা সদরের ২হাজার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিকে বিকেল ৩ টায় পৌর আওয়ামীলীগ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়,বিক্ষোভ মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পৌর আওয়ামী লীগ এর উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সম্পাদক লক্ষী পদ দাশ, সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম সহ জেলা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।