রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দীপংকর
শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকে ধবংস করতেই গ্রেনেড হামলা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে ২১শে আগস্ট শেখ হাসিনার জনসভায় বিএনপি-জামাত কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় বনরুপা টেক্সী স্ট্রেশনে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বৃষ কেতু চাকমা, পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ সোলাইমান চৌধুরী, সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক মোঃশামসুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোঃ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমূখ।
সভাপতির বক্তব্যে দীপংকর তালুকদার, এমপি বলেন, বিএনপি-জামাতের সরাসরি মদদে ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করা হয়েছিল। শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে আওয়ামীলীগসহ দেশের গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধবংস করাই তাদের উদ্দেশ্যে ছিল। গ্রেনেড হামলার সাথে জড়িতদের বিচার দাবীসহ বিএনপি-জামাতের দেশ বিরোধী যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।