বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ এর পক্ষ থেকে
দীঘিনালায় রাধা ত্রিপুরা কিডনী চিকিৎসায় আর্থিক সাহায্য প্রদান
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বোয়ালখালী ইউনিয়নের পোমাং পাড়া এলাকার ধরমিয়া ত্রিপুরার মেয়ে রাধা ত্রিপুরা (৮) দীর্ঘদিন জটিল কিডনী রোগে ভূগছে। পিতার পক্ষে মেয়ের চিকিৎসার টাকা জোগার করা সম্ভব হচ্ছে না।
খবর পেয়ে বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ এর সদস্যরা আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। ত্রিপুরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর ১১৪তম জন্মদিন উপলক্ষে কেক কেটে পালন না করে বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ উদ্যেগে সেই অর্থ অসুস্থ রাধা ত্রিপুরার চিকিৎসার জন্য প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের যুবনেতা মাচাং তনয় ত্রিপুরা ও মাচাং কালিদাশ ত্রিপুরা প্রমূখ।