দীঘিনালায় উদ্বুক্তকরণ সভা ও মাছচাষীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা মৎস্য অধিদপ্তরের আয়োজনে কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্বকালীন সময়ে মৎস্য আইন প্রতিপালন বিষয়ে মৎস্যচাষী ও মৎস্যবীবিদের র্যালিও উদ্বুক্তকরণ সভা অনুষ্ঠিত এবং ৯শত২৯জন মৎস্যজীবির মাঝে ভিজিডি খাদ্য সহায়তা প্রদান হয়েছে।
রবিবার (২১আগস্ট) সকালে উপজেলার মেরুং ইউনিয়নে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের অংশ গ্রহণে এক বনাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মেরুং ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইউনিয়েন পরিষদ এর সমানে এসে শেষ হয়। পরে মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্না চাকমা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, সরকারি ভাবে বছরের তিন মাস কাপ্তাই লেগের মাছ আহরণ নিষিদ্ধথাকে। তারা সরকারি আইন সম্মান করে মাছ ধরে না। তাই মৎস্যচাষী ও মৎস্যজীবিরা বেকার হয়েে পড়ে। কাপ্তাই লেগে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে তিন মাস মৎস্যচাষী ও মৎস্যজীবি খাদ্য সহায়তা প্রদান করা হয়। আলোচনা সভাশেষে ৯শত২৯জনকে মাছচাষী ও মৎস্যজীবিদের মাঝে বিশ কেজি করে ভিজিডি চাল বিতরন করা হয়েছে।