[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণআজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন, বাল্যবিবাহকে না বলার আহ্বানবিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন দীঘিনালায়মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবেদীঘিনালায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই’র চেক বিতরণকাপ্তাই দারুল উলুম নূরানী মাদরাসা ও এতিমখানায় চুরিশিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকল হাসপাতালে নার্সদের দক্ষতায় নবজাতক শিশুর জন্ম

২২২

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় নার্সদের দক্ষতায় বিনা অস্ত্রোপচারে বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকভাবে নবজাতক শিশুর জন্ম হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টা ৪৭ মিনিটে বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার রিমন এর নেতৃত্বে সিনিয়র নার্স অন্বেষা চাকমা ও মেনিলা চাকমা সহ ৩ জনের দক্ষতায় দেবাশীষ চাকমার গর্ভবতী স্ত্রীর স্বাভাবিকভাবে কন্যা শিশু জন্ম দেন।

নবজাতক শিশুর পিতা দেবাশীষ চাকমা জানান, আমার স্ত্রীর নরমাল ডেলিভারি হওয়ায় আমি অত্যন্ত খুশি। আর বলতে গেলে বরকল হাসপাতালের নার্সদের চিকিৎসা সেবার ব্যাপারে আন্তরিকতার কমতি ছিল না। বিশেষ করে আমার স্ত্রীকে বাচ্চা প্রসবের জন্য হাসপাতালে নিয়ে আসার মুহূর্ত থেকে বিভিন্ন পরামর্শ চিকিৎসা শুরু করে চিকিৎসা সেবায় কোনো ঘাটতি ছিল না। নার্সদের মধ্যে বিশেষ করে অন্বেষা দিদির অবদান ছিল অনেক বেশি। তাদের দক্ষতায় আমার স্ত্রীর স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয়। তাই তাদের কাছে কৃতজ্ঞ। সেই সাথে বরকল হাসপাতালে গর্ভবতী মহিলাদের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন রয়েছে জরুরি। দেখা গেছে, একইদিনে ভর্তি হওয়া এক গর্ভবতী মহিলা হাসপাতালে টেস্ট(পরীক্ষা) করার আধুনিক যন্ত্রপাতি না থাকাতে তাকে রাঙ্গামাটিতে যেতে হয়। আর রাঙ্গামাটি সদর হাসপাতালেই নরমাল ডেলিভারিও হয়। সেজন্য বরকল উপজেলা জনবহুল এলাকা হিসেবে হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবার সুব্যবস্থা থাকা দরকার রয়েছে।

এ ব্যাপারে কর্তব্যরত নার্সরা জানান,গত শুক্রবার সাক্রাছড়ি এলাকার এক গর্ভবতী মহিলাকে নরমাল ডেলিভারি করানো হয়। চলতি মাসে ঔই গর্ভবতীসহ মোট ৬ জন গর্ভবতী মহিলা বরকল হাসপাতালে ভর্তি হন। তার মধ্যে ৪জন গর্ভবতী মহিলার নরমাল ডেলিভারি করানো হয়। বাকী দুজনের মধ্যে একজন হোম ডেলিভারি, আরেকজন ব্লাডিং ও প্রেসার (উচ্চ রক্তচাপ) থাকায় রাঙ্গামাটি সদর হাসপাতাল প্রেরণ করা হয়। তবে হাসপাতালে কোনো গর্ভবতীকে নিয়ে আসা হলে নিজের দায়িত্ববোধ থেকে যতটুকু সম্ভব তাদের চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করা হয়। আর কোনো অবস্থায় সম্ভব না হলে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটিতে প্রেরণ করা হয়।

তারা আরও জানান,বরকল হাসপাতালে কিছু সমস্যাও রয়েছে। এরমধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নেই,আলাদা লেবাররুম নেই এবং আলাদা চেকআপ রুমের সুব্যবস্থা নেই। তারপরও আমরা অনেক ধৈর্যের সাথে ডেলিভারির কাজগুলো করি। ইতোমধ্যে দেখা গেছে হাসপাতালে যদিও আল্ট্রা চেকআপের আধুনিক মেশিন নিয়ে আসা হলেও অপারেটর না থাকায় কোনো কাজে আসছে না। যার জন্য সে সুবিধাও সাধারণ গর্ভবতী মহিলারা পাচ্ছেন না। সুতরাং প্রত্যন্ত এলাকা হিসেবে আধুনিক চিকিৎসা সেবায় কিছুটা হলেও পরিবর্তন হওয়া দরকার।