[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ি ভাতা চালু করা সহ পুরো শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণের দাবি

৪৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

জাতির পিতা বঙ্গবন্ধুর খুনিদের বিচারের দাবি জানিয়ে স্বাশিপে (স্বাধীনতা শিক্ষক পরিষদ)’র সাধারন সম্পাদক ও বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ বোর্ডের সচিব মোঃ শাহাজাহান সাজু বলেন, স্বাশিপ মুজিব আদর্শের সংগঠন, বঙ্গবন্ধু শিক্ষাব্যাবস্থাকে উন্নতি করেছেন। তিনি বেঁচে থাকলে আজ জাতীয়করণ আন্দোলন করতে হতো না, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে কল্যাণট্রাস্ট বন্ধ করে অপুরনীয় ক্ষতি করেছে। প্রধানমন্ত্রীর কল্যাণট্রাস্টে ব্যাপক অনুদান দিয়ে তা পুনরায় সচল করেন।

পুরো শিক্ষা ব্যাবস্থা কে জাতীয়করণ করা এখন যৌক্তিক দাবি মন্তব্য করে তিনি বলেন, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেবার জন্য আমরা জাতীয়করণ চাই। জাতীয়করণ আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেন তিনি। পাহাড়ি ভাতা যৌক্তিক দাবি মন্তব্য করে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দাবি বাস্তবায়নে আশ্বস্ত করেন তিনি। এছাড়াও শিক্ষকদের শিক্ষকসুলভ আচরণে নিজেদের সজাগ থাকার কথা বলেন তিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যােগে শনিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে ফ্রিডম স্কোয়ারে জাতীর পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমান এরঁ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক নেতারা।

স্বাশিপ পরিষদের খাগড়াছড়ি জেলার সাধারন সম্পাদক তাইন্দং ও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম এর সঞ্চালনায় সভায় স্বাশিপ, পরিষদের খাগড়াছড়ি জেলার সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে চট্রগ্রাম বিভাগের স্বাশিপ, পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন।

এসময় পানছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় এর অধ্যক্ষ সমীর দত্ত, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক, পার্বত্য জেলা পরিষদের শিক্ষা বিভাগের আহবায়ক অধ্যাপক নিলোৎপল খীসা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা,স্বাশিপ পরিষদের কেন্দ্রীয় যুগ্ন-সাধারন সম্পাদক ও সদস্য বে-সরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ বোর্ডের অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, স্বাশিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সভাপতি প্রধান শিক্ষক কেন্দ্রীয় পরিষদের আবদুল্লাহ আল মামুন, স্বাশিপ পরিষদের কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি সম্পাদক রতন পিটার গোমেজ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পাহাড়ি ভাতা চালু করা, বদলি বাস্তবায়ন করা, শিক্ষক লাঞ্ছিতবন্ধে কঠোর আইন করাসহ পুরো শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণ করার দাবি জাননা শিক্ষকগন।

এ সময় অন্যান্যের মাঝে তবলছড়ি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইফুল ইসলাম মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হুদা, সহ জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক সহকারি শিক্ষক সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এমপিওভুক্ত বেসরকারি স্কুল,কলেজ,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ২৭ জন শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে ৮০ লক্ষ ৪৯ হাজার ৭৮৯ টাকা প্রদান করা হয়।