১ম পর্বে ১০জন ও ২য় পর্বে ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত
বিউবো ফাইনাল পরীক্ষা কাপ্তাই উচচ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এস.এস,সি প্রোগ্রামের বার্ষিক পরীক্ষা কাপ্তাই উচচ বিদ্যালয় কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯আগস্ট) বিউবো কাপ্তাই উচচ বিদ্যালয় কেন্দ্রে ১ম বর্ষ ও ২য় বর্ষের বার্ষিক পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। ১ম বর্ষের বাংলা ১ম পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫৩ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৩জন অনুপস্থিত ছিল ১০ জন। বিকালে ২য় পর্বের বাংলা ২য় পত্রের মোট পরীক্ষার্থী ৪৪জন।এতে উপস্থিত ছিল ৪০জন।
এবং অনুপস্থিত ছিল ৪ জন পরীক্ষার্থী। কাপ্তাই উচচ বিদ্যালয় প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বিউবো পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে। এবং বলে শান্তিপূর্ণভাবে নিরিবিলি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আশাকরি ফলাফল ভালো হবে বলে জানান।