খাগড়াছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে শহরের লক্ষ্মী নারায়ণ মন্দিরের সামনে থেকে বিশ্ব শান্তির কামনায় আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সেনা রিজিয়নের জিটুআই মেজর জাহিদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দে প্রমুখ।
এছাড়াও এতে সহস্রাধিক ত্রিপুরা-হিন্দু সনাতনী ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশ নেন। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয়। এর আগে লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে জেলার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে চণ্ডী পাঠ, গীতাপাঠ, কৃষ্ণনাম জপ, ধর্মীয় আলোচনা ও রাতে কৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে।