লীন প্রকল্পের আয়োজনে নানিয়ারচরে বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপুরে নানিয়ারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান।
প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর রুনু চাকমার সঞ্চালনায় এসময় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূয়েন খীসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, সহকারী শিক্ষক রুপায়ন বড়ুয়া, জ্ঞানময় চাকমাসহ সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রচনা অতিথিরা প্রতিযোগিতা ও পুষ্টি স্টল প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে পুরষ্কার বিতরণ করেন।