দীঘিনালায় পুষ্টি কার্যক্রম পর্যলোচনা বিষয়ক কর্মশালা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় পুষ্টি বিষয়ক বার্ষিক কার্যক্রম পর্যলোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ইন্ডিগেটর ডেভেলাভমেন্ট ফ্রন্ট( আইডিএফ) কর্তৃক পরিচালনাধীন লিডারশিপ টু এনসিওর এড্ইকুয়েট নিউট্রিশন(লীন) প্রকল্পের বাস্তবায়নাধীন পুষ্টি বিষয়ক বার্ষিক কার্যক্রম পর্যলোচনা কর্মশালায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরফাতুল আলম এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন লীন এর দীঘিনালা উপজেলা কো-অডিনেটর সুনয়ন চাকমা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা স্বাস্থ্যও প:প: কর্মকর্তা ডা: তনয় তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান প্রমূখ।
আলোচনা সভায় গত এক বছরের পুষ্টি বিষয়ক কার্যক্রম তুলে ধরা হয় এবং ৮০% সফল হয়েছে ধারনা করা হয়। এছড়া নতুন করে দূর্ঘম এলকায় বসবাসরত জনগোষ্ঠিদের মাঝে পুষ্টি বিষয়ক প্রচার-প্রচারনা জোরদার করতে হবে। স্বাস্থ্য পুষ্টি শিক্ষা বিষয়ক ধারনা দিতে হবে।