মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন পান্নাবিল এলাকায় গলায় ফাঁস দিয়ে মীম আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৫ আগস্ট) প্রতিদিনের ন্যায় দুবোন এক সাথে ঘুমাতে যায়। এর আগে সন্ধ্যা রাতে খাবার না খাওয়ায় মীমকে বকাঝকা করেন তার মা। এক পর্যায়ে রাতের কোনো এক সময়ে নিজ ঘরে শাড়ি টাঙ্গিয়ে আত্মহত্যা করে। ভোরে তার মা নামাজ পড়তে উঠে দেখেন তার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত মীম পাঞ্জারাম পাড়া স্কুলের ৮ম শ্রেনির ছাত্রী। তবে দীর্ঘদিন সে বিদ্যালয় যাওয়া বন্ধ করে দেন। সে ঐ এলাকার আব্দুর রহিম’র ছোট মেয়ে।
মানিকছড়ি থানার এসআই শংকর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন তার পিতা আব্দুর রহিম। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।