নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩বিজিবি)
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।
একই সাথে যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৫ আগষ্ট দিনব্যাপী অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তবলছড়ি বিওপির দায়িত্বপূর্ণ মংজয় কারবারী পাড়া এলাকায় গরীব ও দুস্থ ২৫৮জন পাহাড়ি, বাঙালি ও শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয় এবং অত্র ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত বিদ্যালয়ে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম এর নির্দেশনা অনুযায়ী মেডিকেল অফিসার ক্যাপ্টেন জাদিদ আহমেদ সহ তিনজন মেডিকেল সহকারীর সমন্বয়ে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
একই সাথে দিবসটির উপর তাৎপর্য তুলে ধরে যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনীর উপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানে, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।