[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপনবাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপনরাঙ্গামাটির বাঘাইছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রামাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসনের বর্ষবরণ শোভাযাত্রাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেছে বিএনপিবান্দরবানের থানচিতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সাংগ্রাই উৎসবখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টা
[/vc_column_text][/vc_column][/vc_row]

‘শপথ হোক, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে চলে নিজেকে সোনার বাংলায় রূপান্তরিত করি’

১১৮

॥ মোঃ নুরুল আমিন ॥

রাঙ্গামাটি বিজিবি সেক্টর কমান্ডার মোঃ তরিকুল ইসলাম,পিবিজিএমএস,পিএসসি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তাঁর দেখানো পথে চলে সোনার বাংলা জন্য কাজ করা আবার প্রত্যয় গ্রহণ করি। আমাদের বাংলাদেশ যিনি স্বাধীন করে দিয়েছেন,আমরা তাঁকে নিয়ে যেন গর্ব করি এবং ওনার প্রদর্শিত পথে চলে নিজেকে সোনার বাংলায় রূপান্তরিত করি, এ শপথ হোক আরেকবার ।

সোমবার (১৫ আগস্ট) সকালে রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকায় ২নং বিজিপি গেইট সংলগ্ন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহাপরিচালক,বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনায় এবং বিজিবি রাঙ্গামাটি সেক্টর এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে গবীর ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ এর ১৫ আগস্ট একটি কলঙ্কজনক অধ্যায়। এই দিনে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর সপরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। এই দিনটি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাঁর পরিবারে যাঁরা এই দিনে শাহাদাত বরণ করেছেন,তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এজন্যই এ দিনটিকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই মাসকে আমরা শোকের মাস হিসেবে পালন করি। কারণ,এ দেশের ইতিহাসে এর চেয়ে ক্ষতি আর কোন কিছুতেই হয়নি।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি বিজিবি সেক্টর এর সহকারী পরিচালক সাইফুল ইসলাম সহ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় রাঙ্গামাটি বিজিবি সেক্টর কমান্ডার মোঃ তরিকুল ইসলাম,পিবিজিএমএস, পিএসসি নিজ হাতে ৬০টি গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী( চাল,ডাল তৈল,চিনি এবং আলু) বিতরণ করেন। এছাড়াও এ দিবস উপলক্ষে রাঙ্গামাটি সেক্টরের অধীনস্থ ছোটহরিণা ব্যাটালিয়ন(১২ বিজিবি),রাজানগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি),কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এবং বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) একযোগে তাদের দায়িত্বপূর্ণ দূর্গম পাহাড়ী এলাকার স্থানীয় গরীব ও দুস্থ ১৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ ৪টি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২৪০ জনকে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অপর দিকে, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি শহরের ভেদভেদীস্থ বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তর্বক অর্পণ করেন, জেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা,রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।