রুমায় জাতীয় শোক দিবস উপলক্ষে “স্প্রে মেশিন ও সেলাই মেশিন” বিতরণ
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলা ১নং পাইন্দু ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে স্প্রে মেশিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) সকালে রুমা উপজেলা ১ নং পাইন্দু ইউনিয়ন পরিষদ আয়োজনের পাইন্দু ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান উহ্লামং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাড়াবাসিদের মাঝে স্প্রে মেশিন ও সেলাই মেশিন বিতরণ করেন।
বিতরণকালে পাইন্দু চেয়ারম্যান উহ্লামং মারমা জনগণের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন, আদর্শ ও নির্দেশনা আজও আমাদের সঠিক পথ দেখায়। আর তাঁর দেখানো পথ ধরেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন। এছাড়া স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও জাতির পিতার সংগ্রাম আর জীবন-কর্ম নিয়ে ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
তিনি আরো জানান, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হলে সবাইকে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করে যেতে হবে, প্রবাসের আইনকানুন মেনে চলতে হবে। সবাই নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করে সোনার বাংলা নির্মাণে সহযোগিতা করলে বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হবে।
বিতরণ অনুষ্ঠানে রুমা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চনুমং মারমা, পাইন্দু ইউনিয়নের সচিব রাজিব দাশ, বিভিন্ন পাড়ার প্রধান(কারবারী) ও পাইন্দু ইউনিয়নের সকল ওর্য়াডে মেম্বারগণসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।