মাটিরাঙ্গায় জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা প্রশাসন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এর ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
সোমবার (১৫আগষ্ট) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের স্বাধীনতা ফ্রিডম স্কোয়ারে জাতীর পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মাটিরাঙ্গা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
একই সময়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোসলেম উদ্দিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
সভায বক্তারা বলেন, রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করাই হোক জাতীয় শোক দিবসের অঙ্গীকার। এরপর মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম মোঃ হারুনুর রশীদের পরিচালনায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋণের চেক তুলেদেন অতিথীরা। অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।