দীঘিনালায় ৭ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় দু:স্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাবুছড়া ৭ বিজিবির ব্যাটালিয়ন।
সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় বাবুছড়া ৭ বিজিবি‘র উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব ও দুস্থ পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রীর বিবরণ করা হয়েছে। বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল ইসতেয়াক আহম্মেদ উপস্থিত থেকে বাবুছড়া ইউপির গরীব ও দুস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে এ তাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাউল, মসুর ডাল, লবন, চিনি, পাওয়া রুটি, সেমাই । ত্রাণ নিতে আসা সুচনা চাকমা(৪৫) ৭ বিজিবি কে ধন্যবাদ জানান এবং তিনি বলেন হতে খাদ্য সামগ্রী পেয়ে খুশি হয়েছি। একই কথা বলেন জরিনা বেগম(৩৮)।