জুরাছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
॥ স্বৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি ॥
রাঙ্গামাটির জুরাছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, জুরাছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পুলিশ প্রশাসন জুরাছড়ি থানা, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিভাগ, তথ্য আপা সহ সরকারি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহ। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বৃক্ষ রোপন করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ। এসময় জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকণ, রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি প্রতিযোগী বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি সুরেশ কুমার চাকমা। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৭জন যুব ও যুব মহিলারদের মাঝে ঋণ বিতরণ করা হয়।