কাপ্তাই বিজিবির উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় কাপ্তাই ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তরে ৫০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং ৫০জনকে ফ্রি চিকিৎসা ও ঔষঊ বিতরণ করা হয়। এছাড়া ওয়াগ্গা শিলছড়ি বাজার মসজিদ ও কেপিএম কয়লার ডিপু জামে মসজিদকে বিশ হাজার ৫শ’ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
এসময় কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃকর্ণেল সাব্বির আহমেদ উপস্থিত থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এবং ফ্রি মেডিকেল চিকিৎসক ছিলো ক্যাপ্টেন ডাঃ মুকিত। এসময় বিজিবির অফিসার, জেসিও ও এনসিও সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।