[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনের শপথ ও সভা অনুষ্ঠিতসমাজ গঠনে জুলাই পুনজাগরণে রাঙ্গামাটির লংগদুতে শপথ গ্রহনজুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে রামগড়ে শপথ গ্রহণআমি যৌবনে ফিরেছি বলছে যেন চিরচেনা রাঙ্গামাটির শুভলং ঝর্ণাছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশ
[/vc_column_text][/vc_column][/vc_row]

প্রয়াত নিহার বালা চাকমার ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা

৮৭

॥ স্বৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা মাতা প্রয়াত নিহার বালা চাকমা’র ৩য় মৃত্যু বার্ষিকী ও ধর্মীয় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ আগষ্ট) জুরাছড়ি উপজেলায় সুবলং শাখা বনবিহারে এ সভা অনুষ্ঠিত হয়।

ধর্মীয় স্মরণসভায় স্বর্গীয় নিহার বালার উদ্দেশ্য করে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার সৎগতি মঙ্গল প্রার্থনা করে বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিস্কার দান, সংঘদান ও পিন্ডু দান উৎসর্গ করা হয়।

স্বরণসভায় ধর্মীয় গুরুরা বলেন, স্বর্গীয় নিহার বালা ছিলেন একজন ধার্মিক এবং সামাজিক সচেতনতা উপাসিকা। তিনি ছিলেন একজন অত্যন্ত শীলবান ব্যক্তি সাদা মনের মানুষ এবং অতিথি পরায়ণ। এসব ব্যক্তিরা পরলোকে গেলে সৎগতি লাভ করতে পারে বলে উল্লেখ করেন।

স্মরণসভায় তার পরিবারবর্গ আত্মীয়স্বজন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।