কাপ্তাইয়ে অটোরিকশায় ভাড়া তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ২৪টি মামলা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাইয়ে অটোরিকশার ভাড়া তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহণ আইনে ২৪টি মামলায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৪আগষ্ট) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিনি জানান, সিএনজি’তে ভাড়া তালিকা না রাখার অপরাধে এবং কাগজপত্র না থাকায় ২৪টি মামলায় ৫হাজার ২শ’টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সার্টিফিকেট সহকারী মোঃ আরিফ হোসেন, অফিস সহায়ক মোঃ আব্দুল রাজ্জাক ও কাপ্তাই থানার পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।