[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিতরাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়িরাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে পানিতে ডুবে এক বিধবা নারী মৃত্যু

৪৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে রুমায় সাঙ্গু নদীতে ডুবে সিংয়ইনু মার্মা(২৩) নামে এক বিধবা নারী মৃত্যু হয়েছে। তার এক বছরের শিশু রয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকালে রুমা ২নং সদর ইউনিয়নের রুমাচর পাড়া নদীর ঘাটে এ ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে রাত দশটা দিকে নদীর ধারে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিংয়ইনু মার্মা(২৩), সে রুমাচর পাড়ার বাসিন্দা মৃত: প্রুসিংঅং মার্মা এর মেয়ে।

নিহতের পরিবারের মা খ্যাইউচিং মার্মা জানান, বিকালে প্রত্যেক দিনের মতো সাঙ্গু নদীর ঘাটে গোসল করতে নেমেছিল। পরে বাড়িতে না আসাতে গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি পর রাত ১০টা দিকে ঘাটের উপরে লাকড়ি দিয়ে বাঁধানো দঁড়ি দিয়ে চড়ে তার লাশ দেখতে পাই। পরে গ্রামবাসী সহ লাশটিকে উদ্ধার করে নদীর ধারে দাফন করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং বলেন, ঘটনাটি বিকালের পর এলাকাবাসী খোঁজ করতে থাকে। পরে রাতে নদীর ধারে ও-ই নারী লাশ উদ্ধার করা হয়েছে।