খাগড়াছড়ি মাটিরাঙ্গায় টয়লেট থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি এলাকা থেকে হাসান আলী নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার তবলছড়ি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। হাসান আলী একই এলাকার মুত ছায়েদ আলীর ছেলে।
জানা যায়, গতকাল ওই ব্যাক্তির সাথে পারিবারিক কলহ হবার পর থেকে তাকে খুঁজে পাওয়া যায় নি। খোঁজাখুজির এক পর্যায়ে টয়লেটে লাশ পড়ে আছে এমন সন্দেহে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
তবলছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনির হোসেন ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। এব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মৃত ব্যাক্তির জামাই, বউ ও ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যাবস্থা চলমান রয়েছে বলে তিনি জানান।