আলীকদমে দুই ইউপি সচিবকে জামিন দিয়েছে আদালত
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় এক রোহিঙ্গা ব্যাক্তিকে ভূয়া মৃত্যু নিবন্ধন সনদ ও জন্ম নিবন্ধন সনদ প্রদানসহ ভোটার হতে সহযোগিতা করার অভিযোগের মামলায় ৩নং নয়াপাড়া ইউনিয়ন,২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সচিবকে জামিন দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুরে বান্দরবান অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এ এস এম এমরান এই জামিন আদেশ দেন। জামিন পাওয়া দুইজন হলেন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবু হানিফ রাজু ও চৈক্ষ্যং ইউপি সচিব মানিক বড়ুয়া। আদালতে আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ আলমগীর ও আবু জাফর।
এর আগে গত ৯ আগস্ট আলীকদম উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলার অন্য আসামীরা হলেন আহছাব উদ্দিন, মোহাম্মদ জামাল হোসেন, আয়েশা বেগম, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউপির সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান।
মামলায় আসামীদের বিরুদ্ধে ধারা ৪২০/৩৪ কোড তৎসহ ২০০৯ এর ১৮ ধারা, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ এর ১৪ধারায় অভিযোগ আনা হয়।
মামলার বাদীর অভিযোগ আসামীরা পরষ্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদপত্র সংগ্রহ করে জাতীয় পরিচয় প্রাপ্তির লক্ষ্যে মিথ্যা তথ্য উপস্থাপন করে ভোটার হওয়ার জন্য আবেদন করার অপরাধ করেছেন।