[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দানিলামে বৈধতা পাচ্ছে, আগামীতে জব্দ বালু নিলাম বন্ধ: বান্দরবান জেলা প্রশাসকখাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডের ঘটনা, দুঃখের বিষয় আসামীকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেনবান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগবান্দরদবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ অর্থ প্রদানবড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালন
[/vc_column_text][/vc_column][/vc_row]

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মহালছড়িতে কিশোরী ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ

১১৫

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)র সহযোগিতায় এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভি সহযোগিতায় মহালছড়ি বনাম গুইমারা উপজেলার কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহনে প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বিকাল ৪ টায় মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মুবাছড়ি ইউনিয়নের হেডম্যান খ্যাচিং চৌধুরী, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালেেয়র প্রধান শিক্ষক মমং মারমা, মুবাছড়ি ইউনিয়নের নারী সদস্য শ্যাংথুইমা মারমা, নারী ইউপি সদস্য কামনা চাকমা, ইউপি সদস্য উসাপ্রু মারমা, সিঙ্গিনালা শাপলা ক্লাবের সভাপতি আনুমং মারমা। এছাড়াও কেএমকেএস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী কাজল বরণ ত্রিপুরা, প্রকল্প মনিটরিং ও এভ্যুলেশন কর্মকর্তা মানস ত্রিপুরাসহ অন্যান্য কর্মী বন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, খাগড়াপুর মহিলা কল্যান সমিতির কর্মসূচী সংগঠক কাম প্রশিক্ষক স্বপ্না চাকমা।

৬০ মিনিটের খেলার দ্বিতীয়ার্ধে মহালছড়ি উপজেলা কিশোরী ক্লাবকে ২-০ গোলে হারিয়ে গুইমারা উপজেলা কিশোরী ক্লাব জয় লাভ করে।