[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমী

৩৮

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এর উদ্যোগে রাঙ্গামাটি সদর উপজেলার কিছু সংখ্যক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমী।

বৃহস্পতিবার (১১আগষ্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া। ইয়েস সদস্য পূর্ণা চাকমার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ইয়েস লিডার মোঃ দিদার গণি। প্রতিযেগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন, রাঙ্গামাটি সনাক সভাপতি নিরূপা দেওয়ান, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিএম ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক আনন্দ জ্যোতি চাকমা, সনাক সহ সভাপতি ও শিক্ষা কমিটির আহবায়ক অঞ্জুলিকা খীসা ও সহ সভাপতি মুজিবুল হক বুলবুল।

বিতর্ক প্রতিযোগিতায় রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়, সাপছড়ি উচ্চ বিদ্যালয়, মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমী, শহীদ আব্দুল আলী একাডেমী, মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়, ওমদামিয়া হিল পৌর জুনিয়র উচ্চ বিদ্যালয়, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ মোট ৮ টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিভিন্ন বিষয়ের উপর প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড এবং ফাইনাল রাউন্ড এর মাধ্যমে কার্যক্রম সম্পাদন করা হয়। প্রতিযোগিতায় রানার্স আপ হয় শহীদ আব্দুল আলী একাডেমী এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমীর জুবায়ের ইবনে আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তুষার কান্তি বড়ুয়া বলেন, দুর্নীতিমুক্ত দেশের স্বপ্নের অন্যতম শর্ত হলো তথ্যের উন্মুক্ততা, সু-শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা। এ আয়োজনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিতর্কের খুটিনাটি বিষয় নিয়ে শেখার পরামর্শ প্রদান করেন।

সভাপতির বক্তব্যে নিরূপা দেওয়ান বলেন, দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। এজন্য দরকার প্রচারনা। দুর্নীতির বিরেুদ্ধে সামাজিক আন্দোলনে তৃনমূল পর্যায় এবং ব্যাপক আকারে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করাতে পারলে দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। অনুষ্ঠানে সনাক, ইয়েস, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।