বর্তমান সরকার অবৈধ ভাবে ক্ষমতাকে ঠিকিয়ে রেখেছে: আমির খসরু
॥ মোঃ আরিফুর রহমান ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান দখলদার সরকার মানুষের জীবনের নিরাপত্তা কেড়ে নিয়ে গুম, খুনের মাধ্যমে অবৈধ ভাবে ক্ষমতাকে ঠিকিয়ে রেখেছে। সরকার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে এক দলীয় শাসনতন্ত্র কায়েম করেছে। এর থেকে উত্তোলনের একমাত্র পথ আন্দোলন। একমাত্র আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ, অনির্বাচিত, দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বিএনপি’র সাবেক জেলা সভাপতি মারহুম আলহাজ্ব শাহ আলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ দেউলিয়া হয়ে গেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশ আজ লোডশেডিংয়ে বিপর্যস্ত। দুর্নীতির অর্থ ধামাচাপা দিতে জ্বালানি তেলের সীমাহীন দাম বাড়ানো হয়েছে। এই সরকার অবৈধ ও অনির্বাচিত সরকার। অনির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকে না। এভাবে দেশ চলতে পারে না। তাই আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহবান জানান তিনি।
জেলা বিএনপি’র সভাপতি দীপেন তালুকদার দীপু’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্মাদক মাহবুবের রহমান শামীম। এতে বিশেষ অতিথি ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড্যভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম শাকিল।
এসময় সাবেক সভাপতি আলহাজ¦ শাহ আলমের কীর্তির কথা স্মরণ করে বক্তারা বলেন, তিনি একজন সজ্জন ও বিনয়ী রাজনীতিবিদ ছিলেন। তিনি তোষামোদির রাজনীতি পছন্দ করতেন না। স্বৈরাচারী আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি রক্ষায় তিনি কাজ করেছেন। দলের ক্রান্তিকালে তিনি দুইবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে তাঁর জনপ্রিয়তা প্রমাণ দিয়েছেন। শাহ আলমের রাজনীতির প্রতি শ্রদ্ধা রেখে এবং দলের প্রতি তাঁর ত্যাগ-তিতিক্ষার প্রতি সম্মান রেখে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।