প্রোগ্রেসিভ এর উদ্যোগে কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ
॥ স্বৃতিবিন্দু চাকমা ॥
রাঙ্গামাটির জুরাছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর উদ্যোগে ১৫০ জন কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিকালে ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে ১ নং জুরাছড়ি ইউনিয়নের ১৫০ জন কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন, ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা। কৃষকদের উদ্দেশ্য চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাষাবাদ যোগ্য কোন জায়গা খালি থাকতে পারবেনা, তারই ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকটি খালি জায়গায় বিভিন্ন সবজি চাষ সহ ফলজ বাগান সৃজন করতে হবে।
তিনি আরো বলেন, প্রোগ্রেসিভ বেসরকারি উন্নয়ন সংস্থা হলে ও নারীদের স্বাস্থ্য সচেতনতা নারী ক্ষমতায়ণ বাল্য বিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন গ্রামে কিশোর কিশোরী ক্লাব গঠন করে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছে। তাই সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহ অনেকটা প্রতিরোধ হয়েছে এজন্য তিনি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিতরণকালে সংগঠনটির পক্ষ হতে বক্তব্য রাখেন, প্রোগ্রেসিভ প্রতিনিধি সুর চাকমা।