খাগড়াছড়ি গুইমারায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
॥ মাইন উদ্দিন বাবলু ,গুইমারা ॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় শান্তি পরিবহন ও মালবাহী কাভার ভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষের ভ্যান চালক নিহত হয়েছে। নিহত কাভার ভ্যানের চালক মোঃ শহিদুল ইসলাম (৪০) বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে চট্রগ্রাম থেকে আসা শান্তি পরিবাহন এর সাথে খাগড়াছড়ি গামী কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, খাগড়াছড়ির শান্তি পরিবহন গাড়ীগুলো বেপরোয়াভাবে চালায় যার কারণে দুর্ঘটনায় পতিত হয়। গাড়ির চালক ও সুভারভাইজারদের কাজের কোন মিল নেই। লোকাল গাড়ির মত যত্রতত্র যাত্রী ও মাল বহন করে এ পরিবহনটি।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে গুইমারা থানার পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় কাভার্ড ভ্যান চালক শহিদুল ইসলাম (৪০) কে চিকিৎসার জন্য মাটিরাংগা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।