[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোয়াংছড়ি হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণভালোবাসার টানে রুরাম ম্রো বিয়ে করলো লামার টনি ত্রিপুরাকেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে চোলাই মদ উদ্ধারখাগড়াছড়িতে পানছড়িতে বিরল তক্ষক সহ ৪ জন আটককাপ্তাই বিএসপিআই এ বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনলংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানরাঙ্গামাটির বসন্ত সমবায় বৌদ্ধ বিহারে দানোত্তোম কঠিন চীবর দান অনুষ্ঠিতস্বামী কর্তৃক নির্যাতিত অন্তঃসত্ত্বা গৃহবধুর পাশে ছাত্রদলশরতের সকালে কুয়াশা পাহাড়ে যেন শীতের আগমনী বার্তাঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে রূপসী কাপ্তাই এর উদ্যোগ সত্যি প্রশংসনীয়
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে শিক্ষক হাবিবুল হককে স্মরণ করলেন সহকর্মীরা

৪৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলার সাবেক সম্পাদক, চট্টগ্রাম অঞ্চলের যুগ্ন সম্পাদক ও কাপ্তাই পিডিবি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম হাবিবুল হকের স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বুধবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মুনতাসির জাহানের সভাপতিত্বে এবং উপজেলা স্কাউটস সাধারন সম্পাদক মাহবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় স্মৃতিচারণ করেন, কাপ্তাই উপজেলা স্কাউটস কমিশনার খোরশেদুল আলম কাদেরী, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, চট্টগ্রাম অঞ্চলের স্কাউটস সম্পাদক ও রাঙ্গুনিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মিজান, কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহামেদ, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক মোঃ সাহবুদ্দীন আজাদ, চট্টগ্রাম জেলার সম্পাদক সামসুল ইসলাম শিমুল, রাঙ্গামাটি জেলা স্কাউটস সম্পাদক বিজন দে, রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটস সম্পাদক আনন্দ কুমার বড়ুয়া, কাপ্তাই উপজেলা স্কাউটস সাবেক সম্পাদক ও কেপিএম স্কুলের সাবেক ক্রীড়া শিক্ষক হারুন অর রশিদ, রাঙ্গামাটি জেলা স্কাউটস সহকারি কমিশনার ও কাপ্তাই হরিনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার, রাঙ্গামাটি জেলা স্কাউটস সহ সভাপতি সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই উপজেলা স্কাউটস সহকারি কমিশনার ও শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা স্কাউটস সহ সভাপতি ও কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন, কাপ্তাই উপজেলা স্কাউটস সহ সভাপতি ও বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, কাপ্তাই উপজেলা স্কাউটস কোষাধাক্ষ্য ও বিকে নুুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উপজেলা স্কাউটস এর কাব লিডার ও চিৎমরম পেকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে, পিডিবি উচ্চ বিদ্যালয় শিক্ষক মোঃ জসীম প্রমুুখ।

এছাড়া মরহুম হাবিবুল হকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাপ্তাই তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা সুপার জাফরুল ইসলাম নিজামী।

অনুষ্ঠানে বক্তারা মরহুম শিক্ষক হাবিবুল হক হাবিবের স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশ স্কাউটস এর জন্য শিক্ষক হাবিবুল হকের অবদান ছিলো অবিস্মরনীয়।কাপ্তাই উপজেলা স্কাউটস এবং কাপ্তাই শিক্ষাঙ্গনে চিরস্মরনীয় হয়ে থাকবেন মরহুম শিক্ষক হাবিবুল হক।

এদিকে শিক্ষক হাবিবুল হকের স্মরণসভা অনুষ্ঠান শেষে কাপ্তাই উপজেলা স্কাউটস কমিশনার খোরশেদুল আলম কাদেরীকে কমিশনার সার্টিফিকেট প্রদান করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।