কাপ্তাইয়ে ইসলামী তাকাফুল বীমার মেয়াদোত্তীর্ণ চেক বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ বীমার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১আগস্ট) ১২টায় কাপ্তাই নতুনবাজার শাখা কার্যালয়ে পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃলিঃ ইসলামি তাকাফুল বীমার মেয়াদোত্তীর্ণ ১৫জন গ্রাহককে ৭লাখ ৫৩৯৩টাকার চেক বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন দিদারুল ইসলাম নতুনবাজার শাখা ইনচার্জ তাকাফুল বীমা। প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম তাকাফুল বীমার ইনচার্জ মোঃ বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, জাকারিয়া ও আবু ইউসুফ মিয়া।
বক্তব্য রাখেন উশেশিং মারমা,রনি বেগম। এসময় গ্রাহকরা মেয়াদোত্তীর্ণ চেক পেয়ে সন্তোষ প্রকাশ করে। কাপ্তাই শাখা ইনচার্জ দিদারুল ইসলাম বলেন আমরা প্রতিনিয়ত গ্রাহকদের মেয়াদোত্তীর্ণ চেক বিতরন করছি।